ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউনেস্কোকে ওবায়দুল কাদেরের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ইউনেস্কোকে ওবায়দুল কাদেরের কৃতজ্ঞতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিলো। এ ভাষণে সাড়ে ৭ কোটি বাঙালির দীর্ঘদিনের স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবে প্রতিফলিত হয়।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা। এ কালজয়ী ভাষণ, একটি জাতির মুক্তির সোপান, একটি ঘুমন্ত জাতির জাগরণের মূলমন্ত্র, নিপীড়িত-নির্যাতিত ও শোষিত মানুষের মুক্তির দিকদর্শন ও স্বাধীনতার মহাকাব্য। মূলত এ ভাষণের পরই মুক্তিকামী বাঙালি জাতি সশ্রস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিতে শুরু করে। এরপর ৭১’ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র।

তিনি আরও বলেন, ইউনেস্কোর এই স্বীকৃতি বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কালজয়ী ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালি জাতির অনুপ্রেরণা হয়ে থাকবে।
    
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাস পোড়ানো বিএনপির পুরনো অভ্যাস: কাদের

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।