ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয় 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয়  আলোচনা সভায় ওবায়দুল কাদের- ছবি: কাশেম হারুন

ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, বিএনপি সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছে।  ফেনীর ঘটনা বিএনপির উস্কানিমূলক।

পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি ফেনীতে এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা সংঘাতেরই উস্কানি।   

বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটের সেমিনার কক্ষে ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনা, জনগণের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।  

আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।  

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাপতি এইচ টিইমাম।  
সভায় ওয়বাদুল কাদের আরো বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে কথা বলা হয় সেটার যাতে পুনরাবৃত্তি না হয় আমরা সেটাই চাই।  
তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করুক সেটা আমরা চাই। নির্বাচন কমিশন আওয়ামী লীগ বা বিএনপির পক্ষপাতিত্ব করুক সেটা আমরা চাইনা। আমরা চাই নিরপেক্ষ  নির্বাচন।  

আলোচনা সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ওবায়দুল কাদের আরো বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই অন্য কিছু চাইনা। কোনো দলের পক্ষে বক্তব্য দিয়ে প্রশ্নেরসন্মুখীন হোক এটা আমরা চাইনা। কিন্তু বিএনপি এমন একটা নির্বাচন কমিশন চায় যেন বিএনপি যেনতেন ভাবে ক্ষমতায় আসতেপারে।

তিনি বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা সাজানো নাটক তা এখন স্পষ্ট হয়ে গেছে। থলের বিড়াল বেড়িয়ে এসেছে। তারা চেয়েছিলেন যেন একটা নিউজ হয়। আর সাংবাদিকদের ওপর হামলা কররলে নিউজটা বড় পরিসরে হয়। পরিকল্পিতভাবে ২টি গাড়ি রঙ সাইটে জ্বালানো হয়। এটা সংঘাতের উস্কানি।
বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সমঝোতার দরজা তো আপনারা সেই দিনই বন্ধ করে দিয়েছেন যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর তার বাসায় গিয়েছিলেন।  

এ আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ।

আলোচনায় অংশ নেন অবসারপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুলইসলাম, অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান,  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ প্রমুখ।  আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭/আপডেট ১৫৪৩
এসকে/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।