ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এই মুহূর্তে সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
এই মুহূর্তে সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি এই মুহূর্তে কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সরকার ইচ্ছাকৃতভাবেই সিপিসি সম্মেলনের দোহাই দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ফখরুল।

 

তিনি বলেন, চেয়ারপারসনের উপস্থিতিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে প্রতিবছর জিয়ার মাজারে আমরা পুষ্প অর্পণ করি। এটি বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রতিবছর দিনটি পালন করি। এবার আমাদের সেই সুযোগ থেকে সরকার বঞ্চিত করেছে।  

অতীতের সব রেকর্ড ভেঙে প্রধান বিচারপতিকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ভিন্ন কায়দায় ভিন্ন মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে সরকার।  
বিভিন্ন কারণে আগামী ১১ নভেম্বরের জনসভা ১২ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করবো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে।

‘জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রচেষ্টায় আজ বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে। ' জানান দলটির মহাসচিব।  

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭/আপ: ১৩৫২ ঘণ্টা
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।