ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারুণ্যের ইশতেহার ভাবনা নিয়ে আ.লীগের কাছে ছাত্ররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
তারুণ্যের ইশতেহার ভাবনা নিয়ে আ.লীগের কাছে ছাত্ররা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে তারুণ্যের ইশতেহার তুলে দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের ইশতেহার ভাবনা তুলে ধরতে আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

সোমবার (০৩ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তরুণদের বিভিন্ন ভাবনাসহ চিঠিটি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন তারা।  

এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ নূর, নূরুল হক নূরু, লুৎফুন নাহার লুমা, সোহেল ইসলাম, মশিউর রহমান, পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক দাবি থাকলে আমরা সেটা বিবেচনা করবো।

শিক্ষার্থীরা এ সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে জানান। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যারা হামলা করেছিলো তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। এরপরও যদি কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়ে থাকে এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।