ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রাথীর সমর্থকদের হামলায় নৌকার সাকুসহ আহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
স্বতন্ত্র প্রাথীর সমর্থকদের হামলায় নৌকার সাকুসহ আহত ১২ হামলায় আহত একজন, ছবি: বাংলানিউজ

পি‌রোজপুর: ৩১ মার্চ দেশের চতুর্থ ধাপের উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে পি‌রোজপুরের মঠবাড়িয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিন আহমে‌দের সমর্থকদের হামলায় নৌকার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু ও হলতা-গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুলিশাখালী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আসলাম জমাদ্দার বাংলানিউজকে বলেন, রাত সা‌ড়ে ১০টার‌ দি‌কে নৌকার প্রার্থী সাকু তার সমর্থকদের নিয়ে গুলিশাখালী বাজারে জনসংযোগে গেলে, সেখানে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের লোকেরা হামলা করেন।

এসময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাকুর পায়ে ও হাতে আঘাত করা হয় বলে জানা যায়।

সাকুর ডান হাতের দু’টি আঙুল ভেঙে গেছে এবং পায়ের নলায় কোপ লেগেছে। এসময় হলতা-গুলিশাখালী ইউনিয়ন চেয়ারম্যান ঝনোর মাথায়ও রামদার কোপ লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দুইজন ছাড়াও হামলায় সাকুর আরও ১০ জন সমর্থক আহত হন। তাদের মধ্যে সাকু, ঝনোসহ চারজনকে রাত সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এছাড়া মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসাধীন আছেন রাজিব (৩০), বাদল সিকদার (৪০), জুনায়েদুর রহমান (৩৮), নয়ন মৃধা (২৫), জাহাঙ্গীর তালুকদার (৫২), যুব মহিলা রোজি (২৪) ও জালাল তালুকদার (৪৫)।

চিকিৎসা নিয়ে যারা বাসায় গেলেন, তারা হলেন, নাসির উদ্দিন (২৮), রাজু (২৫), জসিম (২২), মনির চৌকিদার (৩০), স্বপন ফরাজী (৪২), আব্দুর রহমান (৩৯), মো. আলমগীর (৩৫) ও নাঈম (২২)। এরা সবাই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী।

মঠবা‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ও‌সি) এমআর শওকত আনোয়ারুল ইসলাম বাংলা‌নিউজ‌কে বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে আহ‌তদের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। এ ঘটনায় জ‌ড়িত‌দের আট‌কের চেষ্টা চালা‌চ্ছে পুলিশ।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী রিয়াজউ‌দ্দিন আহ‌মেদ অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে ব‌লেন, আমার নির্বাচনী কার্যাল‌য়ে নৌকা প্রার্থীর সমর্থ‌করা হামলা চালা‌লে, স্থানীয়রা তা‌দের প্রতিরোধ ক‌রে আহত ক‌রে।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২.১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।