ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনেক কষ্ট-সংগ্রামের পর আজ তিনি ‘শেখ হাসিনা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
অনেক কষ্ট-সংগ্রামের পর আজ তিনি ‘শেখ হাসিনা’

গোপালগঞ্জ: কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, অনেক কষ্ট আর সংগ্রাম করে শেখ হাসিনা এ পর্যায়ে এসেছেন। তাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের মসজিদ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শেখ সেলিম বলেন, শিশুরা জানেনা বঙ্গবন্ধু কে, শেখ হাসিনা কে।

এদের জানাতে হবে। বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানতে পারবে। আর শেখ হাসিনাকে জানতে পারলে-মা-বাবা হারা নিঃস্ব একজন মানুষ কীভাবে এ অবস্থানে এলেন তা জানতে পারবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সময় শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামে ছিলেন, তাই আল্লাহর রহমতে বেঁচে আছেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার একদিন পরেই তাদের তৎকালীন হাই কমিশনার বাসা থেকে বের করে দেন। জার্মানির হাই কমিশনার হুমায়ুন রশীদ চৌধুরী তাদের আশ্রয় দেন। পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে কথা বলে শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য দিল্লিতে আশ্রয়ের ব্যবস্থা করেন দেন।

এরআগে, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে কেক কাটেন শেখ ফজলুল করিম।  

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, ড. ইনাম আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারেফ হোসেন, উপদেষ্টা আব্দুর সোবহান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিয়া মনসফ।  

পরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ‘বঙ্গবন্ধুর শততম জন্মস্মারক গ্রন্থ’ এর মোড়ক উন্মোচণ করেন শেখ ফজলুল করিম সেলিম।  

এর আগে, প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে শেখ ফজলুল করিম সেলিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজোতে অংশ নেন তিনি। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।