ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্মীয় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ: শিরীন আখতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ধর্মীয় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ: শিরীন আখতার ধর্মীয় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ

ফেনী: বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির রোল মডেল বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ফেনী ০১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৪৪ মন্দির কমিটির নেতাসহ হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে মত-বিনিময়কালে তিনি এ কথা বলেন।  

শিরীন আখতার বলেন, যখন বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা উৎযাপন হচ্ছে, ঠিক একই সময় পাশের দেশের সংখ্যালঘু মুসলিমরা নাগরিকত্ব বাতিলের শঙ্কায় ভুগছে।

এ ক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে উজ্জ্বল দৃষ্টান্তও হতে পারে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে শিরীন আখতার বলেন, সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস সমগ্র পৃথীবির সকল শক্তি নিয়ে দুর্গা মর্তে আসেন। ঠিক সেরকম শক্তি যেন ভর করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি প্রত্যেকটা ব্যাপারে নজর রাখছেন, দৈনিক ১৮ ঘণ্টার বেশি কাজ করছেন দেশের জন্য।  

এসময় তিনি আরও বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। ধর্মকে কেন্দ্র করে কোনো অশান্তি বাংলাদেশে  হতে দেওয়া হবেনা। সে জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মডেল হতে চায়। দুর্গা পূজা প্রমাণ করে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। এখানে কোনো বিভেদ নেই।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাবু দীপক বণিক। ফেনী পৌর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, ছাগলনাইয়া থানার ওসি মেসবাহ উদ্দিন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারীসহ অনেকেই।


মতবিনিময় সভা শেষে শিরীন আখতার তিন উপজেলার ৪৪ পূজা মণ্ডপে ছয় হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।

বাংলাদেশ সময়:  ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯ 
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।