ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লুটপাটের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষা পূরণে বিরোধীদলগুলো ব্যর্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
লুটপাটের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষা পূরণে বিরোধীদলগুলো ব্যর্থ

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিরোধীদলগুলো আওয়ামী লীগের ক্যাসিনো কেলেঙ্কারি ও লুটপাটের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। জনগণ দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রামের কর্মসূচি চায়। কিন্তু তারা এ পর্যন্ত তা দিতে পারেনি।   

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন লেবার পার্টির কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ডা. ইরান বলেন, খালেদা জিয়াকে মিথ্যা ও হয়রানি করতে মাত্র ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

আদালত বলেছে সেই ২ কোটি ১০ লাখ টাকা ব্যাংকে বেড়ে, এখন প্রায় ৭ কোটি টাকা হয়েছে।  

‘তাহলে খালেদা জিয়ার অপরাধ কী? জনগণ জানতে চায়? অন্যদিকে আওয়ামী লীগ এমপি, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, যা ক্যাসিনো কেলেঙ্কারির মাধ্যমে ফুটে উঠেছে। ’

তিনি বলেন, দলবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নামে বেনামে অর্থ-আত্মসাৎ করেছেন।  তাই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঝাপিয়ে পড়তে হবে।
 
ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিরনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হুমাউন কবির, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম ও ছাত্রমিশন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, অর্থ সম্পদক সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।