শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তিনি বিএসএমএমইউতে আসেন।
সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গত রাত থেকে তার শ্বাসকষ্ট হচ্ছিলো। এটা বোঝার পর সকালে তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে শ্বাসকষ্ট ছাড়া তার অন্য কোনো সমস্যা নেই বলে জানান বিপ্লব বড়ুয়া।
বিএসএমএমইউয়ের সামনে অবস্থানরত সাংবাদিকদের কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের নেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
এদিকে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা হওয়ার কথা ছিল। সাধারণ সম্পাদকের অসুস্থতার কারণে সভা স্থগিত রাখা হয়েছে বলে বাংলানিউজকে জানান আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসকে/আরআইএস