ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাদেরকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
কাদেরকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ঢাকা: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

ওবায়দুল কাদের সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৩১ জানুয়ারি ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন>> ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক রয়েছে। এরপর ২৪ ঘণ্টা তাকে বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগের সিসিইউ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০ 
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।