ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতাল বিএনপির রাজনৈতিক ভুল সিদ্ধান্ত: তোফায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
হরতাল বিএনপির রাজনৈতিক ভুল সিদ্ধান্ত: তোফায়েল

ঢাকা: নির্বাচনে হেরে যাওয়ার পর হরতাল বিএনপির জন্য রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদ। হারের পর হরতালে জনগণের সমর্থন না পাওয়া দলটির জন্য ‘ডাবল পরাজয়’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য।

রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ফলাফল পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় অংশ নেন আতিকুল ইসলাম। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালনকারী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে হারের পর হরতালে জনগণের সমর্থন পায়নি বিএনপি।

এটা তাদের জন্য ‘ডাবল পরাজয়’। এই হরতালের সিদ্ধান্ত তাদের জন্য রাজনৈতিক ভুল সিদ্ধান্ত।  

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যও বিএনপির ব্যর্থ হয়েছে উল্লেখ করে তোফায়েল বলেন, তাদের নির্বাচনে জেতার উদ্দেশ্য ছিল না। তাদের নেতাই বলেছে এটা তাদের আন্দোলনের অংশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তারা। তবে তারা সেখানেও ব্যর্থ হয়েছে। কেউ এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। অন্যদিকে আমরা নির্বাচন করেছি জয়ের জন্যই। আমাদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ইউনিটি ছিল।  

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, প্রধানমন্ত্রীর হারানোর কিছু নেই। তিনি জনগণের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। সিটি করপোরেশনে কি সমস্যা, নগরবাসীর কি সমস্যা, আর সেগুলো সমাধানে মেয়ররা কীভাবে কাজ করবেন তা তিনি জানেন। তিনি তার জায়গা থেকে সব ধরনের সহায়তা করবেন।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।