ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধা উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থীর নাম প্রস্তাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
গাইবান্ধা উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থীর নাম প্রস্তাব

গাইবান্ধা: গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে উপ-নির্বাচনে দলীয় একক প্রার্থীর নাম প্রস্তাব করেছে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লবের নাম প্রস্তাব করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ ডিসেম্বর সংসদ সদস্য ইউনুস আলী সরকার মারা যান।

ফলে এ আসনে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে আওয়ামী লীগে দলীয় প্রার্থী হতে অনেক আগ্রহী ব্যক্তি প্রচারণা চালাচ্ছেন। এ অবস্থায় বিভ্রান্তি দুর করতে উপজেলা আওয়ামী লীগের দলীয় সভায় শাহারিয়া খাঁন বিপ্লবকে সমর্থন দিয়ে দলীয় একক প্রার্থী  হিসাবে নাম প্রস্তাব হলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, মো. আব্দুল জলিল, জিল্লুর রহমান খন্দকার, শামসুজ্জোহা প্রামাণিক, যুগ্ম-সম্পাদক রুহুল আলম, রঞ্জিত কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।