ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে বিএনপির দুই কমিটি ঘোষণা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
মৌলভীবাজারে বিএনপির দুই কমিটি ঘোষণা মৌলভীবাজারে বিএনপির সভা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মৌলভীবাজারে সদর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা বিএনপিকে আগামী দুই মাসের (৬০ দিন) মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন শেষে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এছাড়া মৌলভীবাজার পৌর বিএনপিকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বাহারমর্দ্দানস্থ বাড়িতে জেলা বিএনপির এ বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।  

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সভায় সভাপতি-সম্পাদকের স্বাক্ষরে এ দু’টি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। পৌর কাউন্সিলর আয়াছ আহমেদকে আহ্বায়ক এবং ফখরুল ইসলামকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুকে আহ্বায়ক এবং মনোয়ার আহমদ রহমানকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি।  

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমানের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি এমএ মুকিত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
বিবিবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।