ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোমবার থেকে মিলবে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
সোমবার থেকে মিলবে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম

পাবনা (ঈশ্বরদী): পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।  

মনোনয়ন প্রত্যাশীদের সোমবার (১৭ আগস্ট) থেকে দলীয় ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

 এছাড়া জাতীয় সংসদের পাঁচ শূন্য আসনের মধ্যে বাকি চার আসন নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, ঢাকা-৫ ও ঢাকা-১৮ এর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও সোমবার মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে।  

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সোমবার (১৭ আগস্ট) থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম নিতে এবং জমা দিতে পারবেন।

রোববার (১৬ আগস্ট) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রত্যাশী সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং লোক সমাগম না করে (এক/দু’জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে বলা হয়েছে।

জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ সংসদীয় আসন নম্বর ৭১। গত ২ ফেব্রুয়ারি এ আসনের এমপি সাবেক ভূমিমন্ত্রী, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। ইতোমধ্যে এ আসন থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন। কেন্দ্র থেকে সাড়া না পাওয়ায় বিএনপি নেতারা অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে পরপর পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন শামসুর রহমান শরীফ ডিলু। তার শূন্যস্থলে কে পাবেন নৌকা প্রতীক? গুরুত্বপূর্ণ এ আসনে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।