ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনায় নড়াইল জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
করোনায় নড়াইল জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ (৬৫)/ ফাইল ছবি

নড়াইল: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ (৬৫) মারা গেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক হাফিজ খান মিলন বলেন, ‘বেশ কিছুদিন যাবত সিদ্দিক আহমেদ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

এ কারণে সপ্তাহ খানেক আগে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। নড়াইলের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ’

জানা গেছে, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের সবাইকে বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যরা দাফন করছেন। মৃত এ নেতার দাফনের ব্যবস্থাও বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যরা করবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সিদ্দিক আহমেদের জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট সিদ্দিক নড়াইল জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তার স্ত্রী আঞ্জুমান আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা নারী আওয়ামী লীগের নেত্রী। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন সিদ্দিক আহমেদ।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।