ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকে যুক্ত হলো চার অক্সিজেন কনসেনট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকে যুক্ত হলো চার অক্সিজেন কনসেনট্রেট

বরিশাল: বরিশালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ফ্রি অক্সিজেন ব্যাংকের ৫০তম দিন উপলক্ষে অক্সিজেন সরবরাহের সর্বাধুনিক প্রযুক্তির চারটি অক্সিজেন কনসেনট্রেটর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকা্লে নগরের ফকিরবাড়ি রোডের বাসদ কার্যালয়ে এ অক্সিজেন কনসেনট্রেটরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বাসদের আহবায়ক ইমরান হাবিব রুমন।



উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মো. রুবেল, বরিশাল গার্লস গাইডের সাবেক কমিশনার ফায়জুন্নাহার শেলী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক বিজন সিকদার।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংক থেকে ৫০তম দিন পর্যন্ত শতাধিক মুমূর্ষু করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। দেশে-বিদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় বাসদের এ অক্সিজেন ব্যাংক ৫০তম দিন অতিক্রম করেছে। এজন্য বক্তারা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বক্তারা জানান, বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকের ৫০তম দিন উপলক্ষে আমেরিকা প্রবাসী চিকিৎসক ও গবেষক ডা. আনোয়ারের উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী চিকিৎসকদের সহযোগিতায় অক্সিজেন সরবরাহ করার সর্বাধুনিক প্রযুক্তির চারটি অক্সিজেন কনসেন্ট্রেটর যুক্ত হচ্ছে। এ অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করবে ও সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করবে। এ অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো রিফিল করার প্রয়োজন হবে না। এর ফলে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগুলো সার্বক্ষণিকভাবে ভূমিকা রাখতে পারবে।

লাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।