ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘১৭ আগস্টের মতো অপরাজনৈতিক তৎপরতা দূর করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
‘১৭ আগস্টের মতো অপরাজনৈতিক তৎপরতা দূর করতে হবে’

ঢাকা: জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে ১৭ আগস্টের মতো অপরাজনৈতিক তৎপরতা চিরতরে দূর করতে হবে। সাম্প্রদায়িক ও অনগ্রসর-পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির চূড়ান্ত পরিণতির নাম জঙ্গিবাদ।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, প্রতিটি অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার হলে ১৭ আগস্টের মতো ঘটনা ঘটাতে কারো সাহস হতো না। দেশে যখন বিভক্তি আর প্রতিহিংসার রাজনীতি চলে তখনই অশুভ শক্তির উত্থান ঘটে। দেশের প্রতিটি শান্তিকামী মানুষ আর কোনো ১৭ আগস্ট, ২১ আগস্ট দেখতে চায় না।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশে একযোগে ৬৩টি জেলায় দিনের বেলায় দেশে বানানো টাইমবোমা বিস্ফোরিত হয়। শুধু বাংলাদেশেই নয়, এমন একটি ঘটনা সমসাময়িক ইতিহাসে নজিরবিহীন। এরমধ্য দিয়েই প্রমাণিত হয় কতোটা ব্যর্থ ও দায়িত্বহীন ছিল তখনকার সরকার। বর্তমানে দেশে যে জঙ্গিবাদ নিয়ে সরকার ও সাধারণ মানুষ উৎকণ্ঠিত তার জন্ম ও বিস্তারও সেই সময়টাতেই।

তারা আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা, ২০০৫ সালে একযোগে ৬৩টি জেলায় বোমা বিস্ফোরণ, ২০১৬ সালে ১ জুলাই গুলশানের ঘটনার মতো আর কোনো ঘটনা দেশের মানুষ দেখতে চায় না। দেশের মানুষ তাদের জানমালের নিরাপত্তা চায়। চিরতরে এ দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদের নির্মূল চায়।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।