ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন দলীয় নেতারা।

মঙ্গলবার (১৮ আগস্ট)  স্বেচ্ছাসেবক দল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিন সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

এছাড়া একই দিন বিকেল ৩টায় স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।