ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়ার চরিত্র হননের নোংরা রাজনীতি বন্ধ করুন: জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
জিয়ার চরিত্র হননের নোংরা রাজনীতি বন্ধ করুন: জাগপা জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা

ঢাকা: প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্র হননের নোংরা রাজনীতি চলছে বলে তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত এ আহ্বান জানান।

তারা বলেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়েই প্রতিষ্ঠা পেয়েছিলেন। সদ্য স্বাধীন দরিদ্র ও অনগ্রসর একটি দেশ, যা ছিল রাজনৈতিক অনিশ্চয়তায় দোদুল্যমান-তাতে স্থিতিশীলতা সৃষ্টি করে একটি গণতান্ত্রিক কাঠামোতে স্থাপন করে, দেশপ্রেম ও জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করে উন্নয়নের রাজপথে চলমান করিয়ে দেওয়ার বিরল কৃতিত্বের অধিকারী শহীদ জিয়াউর রহমান।

দুই নেতা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াকে জড়িত করার অপচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগ প্রকৃত অর্থে নিজেদের ব্যর্থতাকেই আড়াল করার অপচেষ্টা করছে। ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট, কারা বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে, কারা হত্যা করেছে, হত্যার পর কারা মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে।

জাগপা নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে বলেন, অন্যদের দিকে আঙুল দেওয়ার আগে নিজেদের অপরাধের হিসাব করুন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।