ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাগলনাইয়ায় ছাত্রদলের কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
ছাগলনাইয়ায় ছাত্রদলের কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল  ঝাড়ু মিছিল

ফেনী: সক্রিয়দের বাদ দিয়ে নিষ্ক্রিয় ও বিবাহিতদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে ফেনীর ছাগলনাইয়ায় ঝাড়ু মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।

ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে।

এদিকে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে রাতে ঝাড়ু মিছিল করে পদবঞ্চিতরা।  

স্থানীয় নেতা-কর্মীরা জানায়, নাদিম উদ্দিনকে আহ্বায়ক ও ইব্রাহিম মিয়াজী নয়নকে সদস্য সচিব করে ২১ সদস্যের ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে পদবঞ্চিত প্রার্থীদের মধ্যে।  

এএসএম শাহদাতকে সভাপতি ও নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা দেয় অপর পক্ষ। উত্তেজনার মধ্যে পদবঞ্চিতরা ঘোষিত কমিটি প্রত্যাখান করে উপজেলা সদরে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।  

পদবঞ্চিত সদস্য সচিব প্রার্থী নাজিম উদ্দিন জানান, ফেনী জেলা ছাত্রদলের কমিটি টাকার বিনিময়ে বিবাহিত, অনভিজ্ঞ ও এলাকা ছাড়াদের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে পুরো উপজেলার ছাত্রদলের কবর রচনা করেছে। যাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে তারা কেউ এলাকায় থাকে না। ফলে মূল দল বিএনপিও দুর্বল হয়ে যাবে। আন্দোলন ও মিছিল করার লোক খুঁজে পাবে না।  

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন টাকার বিনিময়ে কমিটি ঘোষণার বিষয়টি অস্বীকার করে জানান, কেন্দ্রীয় নীতি নির্ধারকের নির্দেশনা অনুযায়ী ছাগলনাইয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিকে চ্যালেঞ্জ করে যদি পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হয় তাহলে তাদের রাজনৈতিক মৃত্যু হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর জানান, ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে বিতর্ক হলে জেলার নেতারা পুনরায় বিবেচনা করবেন।

এদিকে জেলার ফুলগাজী-পরশুরামে কমিটি ঘোষণা করে ছাত্রদল। সেখানেও এ ধরণের অসন্তোষ দেখা যায় নেতা-কর্মীদের মধ্যে। পরশুরামেও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিতরা।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০ 
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।