ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলবাদী শক্তিকে প্রতিহত করবো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
মৌলবাদী শক্তিকে প্রতিহত করবো মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে উল্লেখ করে মৌলবাদী শক্তিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এ ঘোষণা দেন।

পরশ বলেন, ‘বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ পবিত্র সংবিধানে উল্লেখ আছে। এদেশে মাঝে মধ্যে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিলে জনগণ প্রতিবাদ করে। জনগণের প্রতিবাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি। ’

তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে মৌলবাদী শক্তিকে প্রতিহত করবো। ’ 

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে পরশ বলেন, ‘দেশকে মেধা শূন্য করার ষড়যন্ত্র আজকের দিনটাকে মনে করিয়ে দেয়। সব শহীদ বুদ্ধিজীবীদের গভীরভাবে শ্রদ্ধা জানাই। ’

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমআইএস/এমএমআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।