ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুলিশের লাঠিপেটায় বিএনপির বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
পুলিশের লাঠিপেটায় বিএনপির বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ বিএনপির নেতাকর্মীদের লঠিপেটা করেছে পুলিশ/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর পুরানা পল্টন মোড় এবং জিরো পয়েন্টে অবস্থান করা বিএনপির বিক্ষোভকারীদের লাঠি দিয়ে পিটিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর দুটার দিকে সরকারের পতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

এসময় তাদের সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়।  

পরে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, মেজর জেনারেল ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

ওই সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুরানা পল্টন হয়ে জিরো পয়েন্টের দিকে যান। সেখানে তারা কিছুক্ষণ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সিনিয়র নেতাদের মধ্যে সেখানে উপস্থিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

কী কর্মসূচি ছিল জানতে চাইলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।