ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয় দিবস সত্য ও ন্যায়ের পথে লড়াই করার অনুপ্রেরণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
বিজয় দিবস সত্য ও ন্যায়ের পথে লড়াই করার অনুপ্রেরণা জিএম কাদের/ ফাইল ফটো

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা এবং সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, ‘মহান বিজয় দিবস বাঙালি জীবনে শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়।

তাই বিজয় দিবস প্রতিটি বাঙালির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়। ’

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।

দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে জিএম কাদের বলেন, ‘৫২ এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছিল, তা একাত্তরে শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রূপ নেয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর ২ লাখ নির্যাতিত মা-বোনের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহংকার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্ব আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে শক্তি যোগায়। ’

তিনি বলেন, ‘এমন মাহেন্দ্রক্ষণে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের উন্নয়নের রূপকার, যিনি মুক্তিযোদ্ধাদের জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বলে অভিহিত করেছেন, সেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। এছাড়া, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মার মাগফিরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মুক্তিযুদ্ধের সংগঠক, বিদেশি বন্ধু, শহীদ পরিবার এবং যারা জাতির বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ’

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সব মত-পথ ও ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখি, সমৃদ্ধ পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান জিএম কাদের।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।