ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুসংগঠিত হতে হবে: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুসংগঠিত হতে হবে: জিএম কাদের

ঢাকা: হকাররা বিভিন্নভাবে বঞ্চিত ও অনিশ্চিতভাবে জীবনযাপন করছে। প্রভাবশালী সন্ত্রাসী চক্র থেকে বেরিয়ে আসতে হলে নিজেদের সংঘবদ্ধ হতে হবে।

সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে কোনো রাজনৈতিক দলের সংগঠনের সঙ্গে।

রোববার (২০ ডিসেম্বর) বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের একথা বলেন।  

তিনি বলেন, হকাররা অনেক নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত। তারা বিভিন্ন কাজে জড়িত, তবে সুসংগঠিত নয়। নিজের স্বার্থে কাজ করতে পারে না। অন্যের কাজে ব্যবহৃত হয় এবং নিজ স্বার্থবিরোধী কাজ করতে বাধ্য হয়। তাই স্বার্থ আদায়ে নিজেদের সুসংগঠিত হতে হবে।

হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্ম রাজু, মো. শামসুল হক, জাতীয় হকার্স পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া খাতুন।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হুমায়ুন খান, দফতর সম্পাদক-সুলতান মাহমুদ, দফতর-২ এমএ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম দফতর সম্পাদক মাহবুব আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা এমদাদুল হক রুমন, মো. ফারুক শেঠ, রিয়াজ আহমেদ, জিয়াউর রহমান বিপুল, আলমগীর হোসেন, সরোয়ার হোসেন, টুলু।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।