ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে ৭ কিশোরকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
মেহেরপুরে ৭ কিশোরকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ

মেহেরপুর: গোপন বৈঠক থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ১৮ জন শিবির কর্মীর মধ্যে সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের যশোরের পোলেরহাটে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ ডিসেম্বর) রাতে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ নির্দেশ দেন।

 

সোমবার (২১ ডিসেম্বর) সকালে তাদের নিয়ে পুলিশের একটি দল যশোরের উদ্দেশে রওনা দেয়।  

ওই সাতজন হলো- মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসানের ছেলে যুবায়ের হাসান (১৫), তাতিপাড়ার নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৬), বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ (১৭), চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান (১৫), বজলুর রশীদের ছেলে আবু জাফর (১৭), নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় (১৬) ও সেলিম রেজার ছেলে মাসুদ (১৫)।  

এর আগে গত শনিবার সন্ধ্যায় মেহেরপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরের শেখপাড়া থেকে কাউন্সিলর শিউলি আক্তারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিউলি আক্তারসহ ১৮ জনকে আটক করে। আটক বাকি ১১ জনকে আদালতের নির্দেশে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।