ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
ঝালকাঠিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ছাত্রদল।

এ উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।



জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য মনিরুল ইসলাম নুপুর, এনামুল হক এলিন, শামীম তালুকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ।

অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় বক্তারা বলেন, সারা দেশে দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।