ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগর আ.লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
খুলনা মহানগর আ.লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

খুলনা: সম্মেলনের প্রায় ১৩ মাস পর খুলনা মহানগর আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  

তালুকদার আব্দুল খালেককে সভাপতি ও এমডিএ বাবলু রানাকে সাধারণ সম্পাদক রেখে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে খুলনা নগর দলটির কমিটি অনুমোদন দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটির সহ সভপতি হলেন কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অ্যাডভোকেট রজব আলী, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু ও মো. আশরাফুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, কৃষি সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন, তথ্য সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ সম্পাদক মো. শাহাজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, ধর্ম সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, প্রচার সম্পাদক জেড এ মাহমুদ ডন, বন ও পরিবেশ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শামছুজ্জামান মিয়া স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা সম্পাদক মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, শিক্ষা সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, শ্রম সম্পাদক শেখ ই্উনুস আলী, সংস্কৃতি সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বাস্থ্য সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, আবুল কালাম আজাদ কামাল ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল ও কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ।

সদস্যরা হলেন বেগম মন্নুজান সুফিয়ান সংসদ সদস্য (এমপি), সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন শিকদার, মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ, শেখ সিদ্দিকুর রহমান, সরদার আনিসুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশাররফ হোসেন (কাউন্সিলর), শেখ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান, আব্দুল্লাহ হারুন রুমি, আজগর আলী মিন্টু, অধ্যা, রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবুল মোল্ল্যা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এসএম আনিছুর রহমান, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্দা মোশাররফ হোসেন, শেখ হাফিজুর রহমান, মো. আনিসুর রহমান বিশ্বাস, মো. গাউসুল আযম, মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান সাগর, আলহাজ মনিরুজ্জামান খান খোকন ও এসএম আকিল উদ্দিন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নগর আওয়ামী লীগের সভাপতি করা হয় তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক করা হয় এমডিএ বাবুল রানাকে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খুলনার সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশনে এ ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।