ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ হলো একটি ইন্ডাস্ট্রি: এমপি নেছার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
ছাত্রলীগ হলো একটি ইন্ডাস্ট্রি: এমপি নেছার

মৌলভীবাজার: ‘ছাত্রলীগ হলো একটি ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি থেকে ছাত্রলীগ বের হয়ে দেশের নেতৃত্ব দেয়।

জাতিকে নেতৃত্ব দেয়। আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একসময় ছাত্রলীগ ছিলেন। আজকে আপনাদের অনুষ্ঠানে আসলে সংশয় হয়, ইজ্জতের ভয় হয়। সেখানে গিয়ে কি ইজ্জত রক্ষা করা যাবে। ’

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এ কথা বলেন।

মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় ও সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান  কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
বিবিবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।