ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলের বাইরে প্রার্থী হওয়ায় সাবেক মেয়র বেলাল বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
দলের বাইরে প্রার্থী হওয়ায় সাবেক মেয়র বেলাল বহিষ্কার

সিরাজগঞ্জ: দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান বিদ্রোহী মেয়র প্রার্থী বেলাল হোসেনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

বেলাল হোসেন উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএনপির মনোনয়নে দুবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বিতীয় দফার পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।   

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বেলাল হোসেনকে বিএনপির সকল পদ থেকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছে।  

দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মেয়র প্রার্থী বেলাল হোসেন।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।