ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুলকে যুবলীগ থেকে বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
গাংনীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুলকে যুবলীগ থেকে বহিষ্কার 

মেহেরপুর: গাংনী পৌর মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে বহিষ্কার করেছে মেহেরপুর জেলা যুবলীগ।  

শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে আশরাফুল ইসলামের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এর আগে, গাংনী শহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেন মাহফুজুর রহমান রিটনসহ যুবলীগ নেতারা। শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম চলামান রাখতে গাংনী পৌরসভায় নৌকা প্রতীককে বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান মাহফুজুর রহমান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুবলীগ নেতারা।  

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম মিয়া ও জেলা যুবলীগ সদস্য সাজেদুর রহমান সাজু।

উল্লেখ, গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আহম্মেদ আলী। বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ২০১৫ সালের নির্বাচনে ব্যাপক ভোটে নির্বাচিত হন। আগামী ১৬ জানুয়ারি গাংনী পৌরসভা নির্বাচনে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে অব্যহতি দেয় যুবলীগ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।