ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশের গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
‘দেশের গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে’

নাটোর: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকারের স্বৈরাচারী আচরনের কারণে দেশের গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। গণতন্ত্রের হৃদয়ে চলছে রক্তক্ষরণ।

আইসিইউ থেকে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহিম নেওয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।