ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুরাদের মতো মন্ত্রিসভাকেও রাস্তায় শুয়ে থাকতে হবে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
মুরাদের মতো মন্ত্রিসভাকেও রাস্তায় শুয়ে থাকতে হবে: রিজভী

ঢাকা: সদ্য বহিষ্কৃত তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভাকেও একদিন রাস্তায় শুয়ে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাসাসের উদ্যোগে খালেদা জিয়াকে বিদেশে সু চিকিৎসা ও স্থায়ী মুক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই সরকার যাদের নিয়ে মন্ত্রীসভা করেছে, তারা অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন। সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন চার হাজার কোটি টাকা কোনো টাকাই না। শিক্ষামন্ত্রী বলেছেন তোমরা দুর্নীতি করো, সহনীয় পর্যায়ে করো। যিনি ছাত্রদের নৈতিকতা শেখাবেন তিনি বলছেন সহনীয় পর্যায়ে দুর্নীতি করতে। শেখ হাসিনার ক্যাবিনেট অব মিথ্যাবাদী, অব বেয়াদব, ক্যাবিনেট অব দুর্নীতিবাজ। এসব নিয়ে শেখ হাসিনার ক্যাবিনেট চলছে। সেখান থেকে ভালো কিছু আশা করবেন কীভাবে?

রিজভী বলেন, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান কানাডায় ঢুকতে না পেরে দুবাইতে ঢোকার চেষ্টা করেছিলেন। সেখানকার একটা ছবি ভাইরাল হয়েছে যে এয়ারপোর্টের ফ্লোরে তিনি শুয়ে আছেন। যিনি এক সময় প্রবল ক্ষমতার দাপট দেখিয়েছেন। যিনি ক্ষমতার দাপটে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে গালি দিয়েছেন, ব্যঙ্গ করেছেন। তিনি দুবাইয়ের এয়ারপোর্টে জ্যাকেট মুড়ি দিয়ে শুয়ে আছেন। এভাবে শেখ হাসিনার মন্ত্রিসভাকেও একদিন রাস্তায় শুয়ে থাকতে হবে। চারদিকে যে অনাচার-অবিচার, রক্ত এই কারণে তাদেরকেও একদিন ফুটপাতে, রাস্তায় শুয়ে থাকতে হবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর ছেলে নিজেকে বিরাট দার্শনিক মনে করেন। তিনি সকালে এক কথা বলেন, দুপুরে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। দেশের বড় বড় নেতাদেরকে তুই করে বলেন। মানুষকে মানুষ বলে গণ্য করেন না। তিনি বলেছেন বিএনপি স্বাধীনতা বিরোধী দেশের সঙ্গে আঁতাত করে। ওনাকে (সজিব ওয়াজেদ জয়) বলব বাংলাদেশের স্বাধীনতায় যে দেশ বিরোধিতা করেছিল তাদের সঙ্গে দহরম-মহরম করছেন কিনা এই প্রশ্ন করেন আপনার মাকে। তারপরে জনগণের সামনে এসে কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব জাকির হোসেন রোকন, সহ-সভাপতি ইথুন বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

পরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃষকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকার সারা দেশে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে রাজপথে নামতে হবে।

বাংলাদেশ সময়:১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।