ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেলকুচি উপজেলা বিএনপি থেকে ৯ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বেলকুচি উপজেলা বিএনপি থেকে ৯ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন নয় নেতা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দ।

 

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী নেতারা হলেন- বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আজম, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, নজরুল ইসলাম ঝন্টু, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম ফারুক ও হাতেম আলী।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার কারণে বেলকুচিতে বিএনপি আজ দুর্বল হয়ে পড়েছে।  দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। দেড় বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এখনও পর্যন্ত কোনো কমিটির মিটিং করতে পারেনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নয় সদস্য একটি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। জেলা বিএনপির আগামী নির্বাহী সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।