ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা বুলু করোনা আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
বিএনপি নেতা বুলু করোনা আক্রান্ত

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু করোনা আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে সর্দি-কাশিসহ শরীরে কিছু লক্ষণ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করালে তার করোনা পজেটিভ আসে।

বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বাবার করোনা পজেটিভ এসেছে। ভয়ের কিছু নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাবা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শুক্রবার (২৪ ডিসেম্বর) নোয়াখালীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা পজেটিভ আসায় তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি। তবে বরকত উল্লাহ বুলু জানান, নোয়াখালীর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের খালেদা জিয়ার মুক্তির সমাবেশে যোগ দিতে টেলিফোনে নানাভাবে নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক খোঁজ খবরও রাখছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।