ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে নৌকার বিরুদ্ধে নির্বাচন, ৩ আ.লীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
ফেনীতে নৌকার বিরুদ্ধে নির্বাচন, ৩ আ.লীগ নেতা বহিষ্কার

ফেনী: ফেনীর সোনাগাজীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।  

সোমবার (২৭ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগ।

 

বহিষ্কৃতরা হলেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাফিজ উদ্দিন, তিনি নির্বাচন করেছিলেন চর দরবেশ ইউনিয়নে। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুল আরেফিন, তিনি নির্বাচন করেছিলেন সোনাগাজী সদর ইউনিয়নে। বগাদানা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম (শিপন মেম্বার) তিনি নির্বাচন করেছিলেন বগাদানা ইউনিয়ন থেকে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।