ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইল সদরের ইউপিতে নবনির্বাচিতদের শপথ পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
নড়াইল সদরের ইউপিতে নবনির্বাচিতদের শপথ পাঠ

নড়াইল: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নড়াইল সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শিল্পকলা একাডেমিতে এ শপথ পাঠ ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নের চেয়ারম্যান, ১৩ ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত সদস্যরা শপথ নেন।  

এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন, পৌরসভা মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান। ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ পাঠ করান জেলা সদরের ইউএনও সাদিয়া ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত ১১ নভেম্বর সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮টিতে আওয়ামী লীগের এবং ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।