ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ থেকে রবিউলকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
আওয়ামী লীগ থেকে রবিউলকে অব্যাহতি রবিউল হোসেনকে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে এ অব্যাহতি দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপি নেতা খোরশেদকে সমর্থন করার অভিযোগে রবিউলকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে স্থায়ীভাবে তাকে বহিস্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে ২৭ ডিসেম্বর তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

স্থানীয় একটি সূত্র জানান, কয়েকটি ইস্যুতে নির্বাচন থেকে সরে গেছেন রবিউল। তিনি গত দুটি নির্বাচনে অংশ নিলেও মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে টিকেননি। এবারও তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু কিছু কারণে ব্যাকফুটে ছিলেন। তার মধ্যে অন্যতম কারণ- ভোটের সমীকরণে এগিয়ে ছিলেন খোরশেদ। তাছাড়া রবিউলের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো না।

কাউন্সিলর প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন ২০১৬ সালে প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন খোরশেদের কাছে। খোরশেদ পেয়েছিলেন ১০ হাজার ২২০ ভোট। আর রবিউল পেয়েছিলেন ৬ হাজার ৩৬১ ভোট।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।