ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন বছর পুর্তিকে ‘কালো দিবস’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা, পরে তাদের ব্যানার কেড়ে নেয় পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ নতুন কোর্টের সামনে এ কর্মসূচি পালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, অ্যাডভোকেট হুমায়ুন, সদস্য রিয়াদ মো. চৌধুরী, রুহুল আমীন শিকদার, শাহ আলম হিরা, অ্যাডভোকেট গুলজার হোসেন, একরামুল কবির মামুন, জুয়েল আহমেদ, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লাসহ নেতা-র্কমীরা উপস্থিত ছিলেন।  


বাংলাদেশ সময় ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।