ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে' 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
'আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে' 

ময়মনসিংহ: 'কঠোর আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে' বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বতর্মান স্বৈরাচারী সরকার রাষ্ট্র যন্ত্রের ক্ষমতার অপব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছিল।

এতে দেশের গনতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে।  

ইনশাআল্লাহ আগামী দিনে দেশের জনগনকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।    
    
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।  

এর আগে ময়মনসিংহে জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকর উদ্দিন আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।