ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর তাঁতী লীগের আহ্বায়ক কমিটির টিটন বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
মেহেরপুর তাঁতী লীগের আহ্বায়ক কমিটির টিটন বহিষ্কার

মেহেরপুর: সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মেহেরপুর জেলা তাঁতী লীগের আহ্বাক কমিটি থেকে মালেকুল ইসলাম টিটনকে বহিষ্কার করা হয়েছে।  

শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাতে মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির এক জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

তাঁতী লীগের আহ্বায়ক মো. নূরুল ইসলাম সুবাদ ও সদস্য সচিব মো. জুয়েল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  

তাঁতী লীগের এ নেতা সাম্প্রতিক বিসিকে দলের নাম ভাঙিয়ে সাংবাদিক ও উদ্যোক্তাদের লাঞ্ছিত করে।

১৮ সদস্য বিশিষ্ট তাঁতী লীগের আহ্বায়ক কমিটির ১৩ নম্বর সদস্য হলেও সে নিজেকে কখনো সভাপতি আবার কখনো সহ-সভাপতির পরিচয় দিয়ে বেড়াতেন।

৮ জানুয়ারি সন্ধ্যায় এক জরুরি সিদ্ধান্তে তাঁতী লীগ থেকে মালেকুল ইসলাম টিটনকে বহিষ্কার করা হয়েছে।

গত ০৩ জানুয়ারি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) মেহেরপুর শিল্প নগরীতে করোনা প্যাকেজের লোনের আবেদনের বিষয়ে উদ্যোক্তারা খোঁজ নিতে গেলে, টিটনের নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসী তিন উদ্যোক্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত করেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।