ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমিটি ঘোষণার পরদিনই কমলনগর ছাত্রলীগের ২ নেতার পদত্যাগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
কমিটি ঘোষণার পরদিনই কমলনগর ছাত্রলীগের ২ নেতার পদত্যাগ  হারুনুর রশিদ চৌধুরী (বাঁয়ে) ও আসাদ বিন হাবিব

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের আট সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পরদিনই ওই কমিটি থেকে দুই নেতা পদত্যাগ করেছেন।  

কমিটি গঠনে অস্বচ্ছতার অভিযোগ এনে মঙ্গলবার (১ মার্চ) সকালে তারা পদত্যাগের ঘোষণা দেন।

 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) আট সদস্য বিশিষ্ট আংশিক ওই কমিটির ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ।  

পদত্যাগকৃতরা হলেন- নতুন কমিটির সহসভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ বিন হাবিব।  

পদত্যাগপত্রে তারা তৃণমূল ছাত্রলীগ কর্তৃক জেলা ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করাকে সমর্থন জানিয়েছেন।  

তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকে বিভিন্ন প্রলোভনে পড়ে কলুষিত করায় আমরা স্বেচ্ছায় পদত্যাগ করলাম।  

যুগ্ম সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেওয়া আসাদ বিন হাবিব ফেসবুকে পোস্ট করে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন যখন 'দুই রক্তচোষা দানব' এর হাতে থাকে, তখন তৃণমূল ছাত্রলীগের কবর রচনা হয়। প্রিয় নেত্রীর স্নেহাশীষের সংগঠন যখন বাণিজ্যিক রূপ লাভ করে, তখন তৃণমূলে আস্থার প্রতিফলন কীভাবে ঘটবে? 

তিনি বাংলানিউজকে বলেন, কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।  

এদিকে সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সম্মেলন ছাড়াই ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়।  

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, সংগঠনকে গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হয়েছে।  

সম্মেলন ছাড়াই সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলা ও কমলনগর উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সদস্যদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে কমিটি গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।