ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপা নেতা গোলাম আযম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক: চুন্নু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
জাপা নেতা গোলাম আযম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক: চুন্নু 

ঢাকা: পঞ্চগড় উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম (৫৫) হত্যায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

রোববার (৬ মার্চ) এক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জাতীয় পার্টি মহাসচিব।



বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নেতা গোলাম আযমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সভ্য সমাজে এমন হত্যাযজ্ঞ মেনে নেওয়া যায় না। আমরা চাই, গোলাম আযম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব।

বিবৃতিতে পঞ্চগড় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসএমএকে/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।