ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তানোরে বিএনপির ১৪০ নেতাকর্মীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
তানোরে বিএনপির ১৪০ নেতাকর্মীর নামে মামলা

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তানোর থানায় বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করা হয়।

 

এর আগে, মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে উপজেলা ডাকবাংলো মঞ্চে বিস্ফোরণের ঘটনা ঘটে।  

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ডাক বাংলো মাঠে হঠাৎ বিকট শব্দে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। পরে আমরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি বিস্ফোরিত ককটেলের খোসা ও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করি। এ সময় বেশকিছু লাঠিও উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহীতে মহাসমাবেশ ঘিরে এমন কর্মকাণ্ড ঘটাতে পারে বিএনপি। এ ঘটনায় ১৪০ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।  

জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত আছে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।