ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতস্পৃষ্ট হয়ে ক্যান্টিন কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
বিদ্যুতস্পৃষ্ট  হয়ে ক্যান্টিন কর্মীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস নংলগ্ন ক্যান্টিনে বিদ্যুতস্পৃষ্ট  হয়ে মো. শহীদ (২৬) নামে এক ক্যান্টিন কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।



নিহত শহীদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মধুপর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

নিহতের সহকর্মী মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, তেজগাঁওয়ে বিজি প্রেস নংলগ্ন ক্যান্টিনের বাথরুমে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।