ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তালায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
তালায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরার তালা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সদর ইউনিয়নের ২শ’ পরিবারের মধ্যে বৈদ্যুতিক সংযোগ দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

সদর ইউনিয়নের ২শ’ পরিবারের মধ্যে বৈদ্যুতিক সংযোগ দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বার) বিকেল ৫টার দিকে তালা সদর ইউনিয়নের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন- সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম (জেনারেল ম্যানেজার) রবিন্দ্রনাথ দাস, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান।  

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন-খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, কেন্দ্রীয় জাসদের সদস্য দেবাশিষ দাশ, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস।

প্রধান অতিথি বলেন, 'বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। এর জন্য ক‍াউকে একটি টাকাও দিতে হবে না। কেউ টাকা চাইলে আমাকে জানাবেন। '

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।