সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সচিব জানান, নতুন আইনে বিদ্যুৎ চুরি করলে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন বছরের কারাদণ্ড অথবা চুরি করা বিদ্যুতের দ্বিগুণ জরিমানার বিধান রাখা হয়েছে। মিটার টেম্পারিংয়ের ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহের (কর্মকর্তা-কর্মচারী) কেউ অন্যায় করলে এক লাখ টাকা জরিমানা, এক বছরের দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া তাদের সাধারণ কোনো অন্যায় বা বিধি ভঙ্গে সাধারণ আইনে বিচার হবে।
বিদ্যুৎ নিয়ে ১৯১০ সালের আইন ছিল। নতুন করে এই আইন হলো। যার ৫নং ধারায় ইনডিপেনডেন্ট সিস্টেম অপারেটর নতুন করে সংযুক্ত করা হয়েছে। থাকছে লোড ম্যানেজমেন্টের জন্য নতুন সংস্থা।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আরএম/আইএ