বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া-৪ আসনের এমপি রেজাউল করিম তানসেন আনুষ্ঠানিকভাবে এসব গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রেজাউল করিম তানসেন বলেন, ১৪ দলের সরকার উন্নয়নবান্ধব।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই রাস্তাঘাট, শিক্ষা, বিদ্যুতায়নসহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটে। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে।
পেংহাজারকী কুড়িপাড়া গ্রামের উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম, পরিচালক মাহফুজার রহমান, সাংবাদিক নাজির হোসেন, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
এসময় নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ইন্সপেক্টর আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার ওয়ালীউর রহমান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র, স্থানীয় আওয়ামী লীগ নেতা ভবেশ চন্দ্র, গৌতম চন্দ্র, সুদেব চন্দ্র, জেলা জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, স্থানীয় জাসদ নেতা আব্দুল বাছেদ বাচ্চু, শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমবিএইচ/এইচএ/