ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

‘হবিগঞ্জ থেকেই দৈনিক যুক্ত হচ্ছে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
‘হবিগঞ্জ থেকেই দৈনিক যুক্ত হচ্ছে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ’ জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জে আয়োজিত আলোচনা সভা

হবিগঞ্জ: হবিগঞ্জ থেকে প্রতিদিন এক হাজার ৩শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এ জেলায় প্রতিদিনের উৎপাদন ক্ষমতা এক হাজার ৫শ মেগাওয়াট। এছাড়াও অন্যান্য অঞ্চলের তুলনায় হবিগঞ্জ জেলার বিদ্যুৎ গ্রাহকরা ভালোমানের সেবা পেয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন।

যে কারণে ২০২১ সালে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের কথা বলে থাকলেও সেটা ২০১৮ সালের শেষের দিকেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

‘অনির্বাণ আগামী’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা বিদ্যুৎ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাকীল মোহাম্মদ নাহিজ, সহকারী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল, তাজুল ইসলাম. উপ-সহকারী প্রকৌশলী ইমাম হোসেন, বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মো. আলমগীর খান. সিবিএ হবিগঞ্জ-মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী প্রমুখ।

এরআগে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যুৎ সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ গ্রাহকসহ নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। পরে সেরা বিদ্যুৎ গ্রাহকদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এছাড়াও বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।