শনিবার (০৪ জুলাই) ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য জানান। করোনার ভাইরাস পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ করা হচ্ছিল বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিরুদ্ধে।
এই টাস্কফোর্স এক সপ্তাহের মধ্যে ভুতুড়ে বিলের সমাধান না করতে পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দেওয়ার কথা বলা হয়। টাস্কফোর্সের বেঁধে দেওয়া সময় গত ০২ জুলাই শেষ হয়।
টাস্কফোর্স কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়ে ডিপিডিসি পাঁচজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং ৩৬ প্রকৌশলীকে শোকজ করে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
আরকেআর/টিএ