ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফিনল্যান্ডে নাচে-গানে বর্ষবরণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ফিনল্যান্ডে নাচে-গানে বর্ষবরণ  ...

সহস্র মাইল দূরের দেশ ফিনল্যান্ডের হেলসেঙ্কির স্কুল মিলনায়তনটি যেন শনিবার (১৫ এপ্রিল) রূপ নিয়েছিল একখণ্ড রমনা বটমূল কিংবা চট্টগ্রামের ডিসি হিল চত্বরে।  

বাঙালির হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখের প্রাণের উৎসবে মেতেছিলেন শত শত বাংলাদেশি নর–নারী।

বৈশাখী মেলা আর গান-নাচ-আবৃত্তিতে তারা দেশের সংস্কৃতি তুলে ধরেছিলেন প্রবাসের বুকে। ষড়ঋতুর গানের সুরে সুরে বরণ করেছিলেন বাংলা নতুন বছরকে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ঋতুরঙ্গ।

এসো হে বৈশাখ সম্মেলক গানের মধ্য দিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠানের পর্দা ওঠে। এরপর কখনো কবিতা কখনো গান এবং নাচে মিলনায়তন মেতে ওঠে। বরিষ ধরার মাঝে, মন মোর মেঘের সঙ্গী, কিংবা আজ মন চেয়েছে সুরের অনুরণনে যেন অবগাহন করেছেন দর্শকেরা প্রিয় দেশের চেনা বর্ষায়।  

‘শরৎ তোমার অরুনাঞ্জলি’ কিংবা ‘হেমন্তে কোন বসন্তে’ নাচের মধ্য দিয়ে ঋতুভিত্তিক দেশের ছবি ভেসে ওঠে। কেউ পরিবেশন করেন হিমের রাতে ওই গানটি। এ ছাড়া ‘শীতের হাওয়ায় লাগলো নাচন’ গানের সঙ্গে নাচে অংশ নেন। সবশেষে বসন্তকে দুয়ারে নিয়ে হাজির হন- বসন্ত এসে গেছে গানের মধ্য দিয়ে। ফাগুন হাওয়ায় হাওয়ায় সম্মেলক গানেও কম নাচেনি মিলনায়তন। সর্বশেষ ‘মেলায় যাইরে’ গান উন্মাতাল করেছে দর্শকদের।

এ বর্ষবরণ উপলক্ষে মিলনায়তনের একপাশে বিভিন্ন রকমারি খাবার ও পোশাকের দোকান বসেছিল। মেহেদিতে হাত রাঙানোর সুযোগও ছিল। শিশুদের জন্য ছিল বায়োস্কোপ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।